দায়িত্ব ছাড়ার পর কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই: উপদেষ্টা রিজওয়ানা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের দীর্ঘ ৫৪ বছরের পরিবেশগত সংকট ও জঞ্জাল মাত্র দেড় বছরে সম্পূর্ণভাবে দূর করা সম্ভব নয়। তবে এ সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে। তাই দায়িত্ব শেষে জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে তাদের কোনো অসুবিধা নেই।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) “বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা ও করণীয়” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে: প্রেস সচিব

রিজওয়ানা হাসান বলেন, “পলিথিন নিষিদ্ধের আইন আগেই ছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকার সেটি বাস্তবায়ন করেছে—এটাই পরিবেশ সংস্কারের বড় সাফল্য। সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা দেওয়ায় জীববৈচিত্র্য ফিরেছে, এটাও বড় অর্জন। অথচ কোনো পরিবেশবাদী এ সিদ্ধান্তকে সামনে এনে সমর্থন জানাননি।”

তিনি জানান, চারটি নদী ও ২০টি খাল দূষণের জন্য দায়ী ৭৫০ শিল্প প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে। সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, যা জানালো তিতাস

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, “এই উদ্যোগগুলো পরবর্তী তিন বছর ধরে রাখতে পারলে দেশের বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”

রাজধানীর কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কে র‌্যাম্প নির্মাণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, র‌্যাম্প নির্মাণের সিদ্ধান্ত ছিল আগের সরকারের। বর্তমান সরকার সেটি বাতিলের সিদ্ধান্ত নিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, পুরোপুরি স্থগিত করলে আর্থিক ক্ষতি হবে। আদালতও এ বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে। এজন্য পুরোপুরি র‌্যাম্প নির্মাণ বন্ধ করাটা এখনই কঠিন বলে উল্লেখ করেন তিনি।