সেনাবাহিনী প্রধান

দেশের সংকটে বিএনসিসি ক্যাডেটরা অগ্রণী ভূমিকা পালন করছে

Sadek Ali
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:১২ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও যেকোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

বুধবার (১৪ জানুয়ারি) সাভারের বাইপাইল এলাকায় বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে আয়োজিত বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির নবীন সৈনিকদের জাগ্রত থাকতে হবে’

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। পরে তিনি বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর অফিসার, বিএনসিসি অফিসার, প্রফেসর ও টিচার আন্ডার অফিসার এবং ক্যাডেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের প্রয়োজনে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা সময়ের সঙ্গে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

আরও পড়ুন: ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

সেনাবাহিনী প্রধান সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণ ও শৃঙ্খলাবোধের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বিএনসিসির সব সদস্যকে অভিনন্দন জানান এবং দেশ ও সমাজ গঠনে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএনসিসির অফিসার ও ক্যাডেট এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।