৩৯ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বিভিন্ন অপরাধে আটক হওয়া ৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। বুধবার (২০ মার্চ) জোহর অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) গেট দিয়ে বন্দি ৩৯ বাংলাদেশিকে তাদের দেশে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের পুনরায় মালয়েশিয়া প্রবেশে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে। অপরাধের মাত্রার ওপর নির্ভর করে তাদেরকে পাঁচ বছর বা চিরতরে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় ২০২৫ স্বাগতম ২০২৬, নতুন বছরে পুনর্জাগরণের অঙ্গীকার
সবাইকে ইমিগ্রেশন আইন-১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন-১৯৬৩ এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে অপরাধের সাজা শেষে নিজ খরচে দেশে পাঠানো হয়।
এ ছাড়া পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে রমজান মাসে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, চীন, মিয়ানমার, থাইল্যান্ড এবং অন্যান্য দেশের নাগরিকদেরও ফেরত পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানা জারিপ্রাপ্ত আসামী বরুড়ার আবুল হাসেম এখনো ধরা ছোঁয়ার বাহিরে





