গ্রেফতারি পরোয়ানা জারিপ্রাপ্ত আসামী বরুড়ার আবুল হাসেম এখনো ধরা ছোঁয়ার বাহিরে
চেক ডিজঅনারের মামলায় সাজাপ্রাপ্ত আসামী বরুড়ার হাসপাতাল রোডের মৃত সুজাত আলীর পুত্র মো: আবুল হাসেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ফৌজদারী কার্যবিধির ৭৫ ধারা মতে পরিবেশ আদালত, ঢাকা গত ১৯ নভেম্বর উক্ত পরোয়ানা জারি করে।
আরও পড়ুন: কেন হয় কিডনির রোগ? আসল কারণ খুঁজে পেলেন গবেষকেরা
উল্লেখ্য ঢাকার পল্টন থানার চেক ডিজঅনারের একটি মামলায় যার নং সিআর- ১২৪/১৭ মো: আবুল হাসেমকে অভিযুক্ত করা হয়। দীর্ঘদিন মামলা চলার পর আসামীকে দোষী সাব্যস্ত ক্রমে ২ মাস সশ্রম কারাদণ্ডসহ ১ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। উক্ত মামলায় আসামী মো: আবুল হাসেম অনুপস্থিত থাকায় গত ১৯/১১/২০২৫খ্রি: তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আরও পড়ুন: উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর এসডিএস'সহ এনজিও গুলোর দুর্নীতির মহোৎসব
পরিবেশ আদালত ঢাকার বিজ্ঞ বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো: মিজানুর রহমান আসামীকে অবিলম্বে আদালতে হাজির করার জন্য পুলিশ সুপার, কুমিল্লাকে আদেশ প্রদান করেছেন। তবে এখন পর্যন্ত পুলিশ আসামী মো: আবুল হাসেমকে আদালতে হাজির করতে পারে নি। অথচ আসামী তার বাড়িতেই অবস্থান করছেন বলে জানা গেছে। তাই আসামীকে অবিলম্বে গ্রেফতার করে আদালতে হাজির করার জন্য বাদীপক্ষ জোর দাবি জানিয়েছেন। এদিকে, এ মামলা সংক্রান্ত যাবতীয় নথিপত্র দৈনিক বাংলাবাজার পত্রিকার হাতে এসেছে। সূত্রমতে, মামলার সাজাপ্রাপ্ত আসামী মো: আবুল হাসেম পুলিশের সাথে আতাত করে নিজ বাড়িতেই অবস্থান করছেন বলে জানা গেছে। বিষয়টি দৈনিক বাংলাবাজার পত্রিকার নজরে এলে তা খতিয়ে দেখা হচ্ছে।





