জাফর উল্লাহ্ সেলিমের মৃত্যুতে এনডিপির সভাপতির শোক
বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোটভাই দাগনভূঞা উপজেলা কৃষক দলের সভাপতি জাফর উল্লাহ্ সেলিম নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি কে এম আবু তাহের।
শোক বার্তায় তিনি বলেন, ‘আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
আরও পড়ুন: নিজ হাতে মাকে কবরে শায়িত করলেন তারেক রহমান
তিনি আরও বলেন, ‘দেশের রাজনীতি ও সমাজ সেবায় সক্রিয় ও নিবেদিত জাফর উল্লাহ সেলিমকে হারিয়ে পরিবারের ন্যায় এলাকার সাধারণ মানুষও শোকাহত। তাঁর মৃত্যু এলাকাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি, মহান সৃষ্টিকর্তা আল্লাহর নিকট প্রার্থনা করি যেন তিনি সকলকে এই শোক সহ্য করার ও ক্ষতিপূরণের শক্তি দান করেন। আমীন।’





