ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির রোড মার্চে আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিরপেক্ষ সরকার ব্যতীত বাংলাদেশে কোন নির্বাচন হবে না

Babul khandakar
নুসরাত জাহান জেরিন, ব্রাহ্মণবাড়িয়া থেকে
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১২:২৩ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির রোড মার্চ
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির রোড মার্চ

সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ঘোষিত রোড মার্চ  আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব থেকে শুরু হয়ে দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করে। রোড মার্চের নেতৃত্বে ছিলেন  দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। এদিকে রোড মার্চকে ঘিরে মহাসড়কের আশুগঞ্জ থেকে বিজয়নগর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের ঢল নামে। এ সময় তারা সরকার পতনের নানা শ্লোগানে ব্যানার, ফেস্টুন নিয়ে মাহসড়কের বিশ্বরোড মোড়ে সমবেত হন। সে সাথে মিছিলে মিছিলে মুখরিত করে তুলেন চারপাশ। রোড মার্চটি ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,বাংলাদেশের জনগনের বিরুদ্ধে যে অগণতান্ত্রিক শক্তি দাঁড়িয়েছে তারা জনগনের সামনে টিকে থাকতে পারবে না। দেশের মালিকানা নিয়ে দেশের মানুষ বাড়ি ফিরবে। সামনে বাস দিয়ে ট্রাক দিয়ে রোড মার্চ কে বন্ধ করে দেওয়ার অভিযোগ করে তিনি আরো বলেন, আমাদের কর্মসূচি বন্ধ করে, গায়েবী মামলা দিয়ে, গ্রেফতার করে, গুম-খুন করে, মিথ্যা মামলায় শাস্তি দিয়ে জেলে পাঠিয়ে কোন ভাবে এই সরকাররের শেষ রক্ষা হবে না। সম্পূর্ণ  ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবে না। 

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নর ২৭ টি দেশ পর্যবেক্ষক পাঠাবে না, যেহেতু বাংলাদেশে নির্বাচনের কোন পরিবেশ নেই। এর অর্থ হচ্ছে নিরপেক্ষ সরকার ব্যতীত বাংলাদেশে কোন নির্বাচন হবে না। প্রত্যেকদিন নাটক করে তারা জনগণকে দেখাতে চায় তারা বিপদ কাটিয়ে উঠেছেন। এদিকে রোড মার্চে অংশ নিতে আসা নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে দ্রুত সরকারের পদত্যাগ দাবী করেন।

আরও পড়ুন: ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে বিভাজন নয়, ঐক্য প্রয়োজন: আমীর খসরু

সামনে বাস দিয়ে ট্রাক দিয়ে রোড মার্চ কে বন্ধ করে দেওয়ার অভিযোগ করে তিনি আরো বলেন, আমাদের কর্মসূচি বন্ধ করে, গায়েবী মামলা দিয়ে, গ্রেফতার করে, গুম, খুন করে, মিথ্যা মামলায় শাস্তি দিয়ে জেলে পাঠিয়ে কোন ভাবে শেষ রক্ষা হবে না।