বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা
তরুণ ব্যবসায়ী নুহার খান সামি’র ইন্তেকাল
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেঃ কর্ণেল (অবঃ) এম এ লতিফ খান-এর একমাত্র পুত্র ও জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক ইথুন বাবু’র ভাতিজা তরুণ ব্যবসায়ী নুহার খান সামি হার্ট এ্যাটাক করে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুবাইয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, একমাত্র পুত্র সন্তান নুহার খান সামি-কে হারিয়ে শোক বিহব্বল পিতা-মাতা ও পরিবারের সদস্যদের প্রতি শোক জানানোর ভাষা আমার জানা নেই। সকল সন্তানই পিতা-মাতার নিকট আদরের হয় এবং এটাই স্বাভাবিক। কিন্তু একমাত্র পুত্র হারানোর ব্যথা যে কত কঠিন হয় তা সহজেই অনুমেয়। একমাত্র পুত্রের লাশের কফিন কতটা ভারী হয় সেটিও পুত্র হারানো পিতাই অনুধাবন করতে পারেন। পুত্রহারা পিতা-মাতাকে মহান রাব্বুল আলামীন ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন-কায়মনোবাক্যে সেটিই দোয়া করি।]
আরও পড়ুন: কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বিএনপি মহাসচিব শোকবার্তায় নুহার খান সামি’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে: তারেক রহমান





