ধানমন্ডি ৩২ এর পর ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-আগুন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১১:১১ পূর্বাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।  এসময় ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার একটি দোতলা ঘর, টিনশেড ঘর ও টিনের রান্নাঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। 

সরেজমিনে দেখা যায়, বাড়ির সামনে থাকা একটি পানির ট্যাংক ও পরিত্যক্ত একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ও ওবায়দুল কাদের দুঃশাসনের ফলে আজকে তাদের এ পরিণতি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙচুর কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক