চট্টগ্রামে এনসিপির সমাবেশে নাহিদ ইসলাম: বাধা দিলে বাঁধবে লড়াই, জিততেই হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী সত্য উন্মোচন করেছেন বলেই দেশের বিভিন্ন স্থানে আমাদের ওপর হামলা হচ্ছে।” তিনি বলেন, “বাঁশখালীতে আমাদের সংগঠকের ওপর হামলা হয়েছে, ব্যানারে আগুন দেওয়া হয়েছে। আমরা বলতে চাই—বাধা দিলে, বাঁধবে লড়াই। আর এই লড়াইয়ে জিততেই হবে।”
রোববার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে চট্টগ্রামের অর্থনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম। কিন্তু এই চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র চলছে। অপশক্তির নজর এখন চট্টগ্রামের দিকে। আমরা স্পষ্ট করে দিতে চাই—চট্টগ্রামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে সমগ্র বাংলাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
আরও পড়ুন: অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
সমাবেশে তিনি নেতাকর্মীদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় “বউত দিন হাইয়ো আর না হাইয়ো ” স্লোগান দিয়ে উজ্জীবিত করেন।
এর আগে রোববার দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন দলটির নেতাকর্মীরা। এতে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
আরও পড়ুন: একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যানসারে পরিণত করেছে: রিজভী
এদিকে সমাবেশ ঘিরে উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গোপালগঞ্জ ও কক্সবাজারে এনসিপির কর্মসূচিতে সংঘটিত অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রামে পুলিশের স্পেশাল ইউনিট ও সোয়াট টিম মোতায়েন করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম জানান, সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে শেষ করা যায়, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।