ইশরাক হোসেন টিভি দখল করে প্রোপাগান্ডা চালাচ্ছেন: আসিফ মাহমুদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে না পেরে বিএনপি নেতা ইশরাক হোসেন একটি টিভি চ্যানেল দখল করে প্রোপাগান্ডা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে তিনি বলেন, “কোর্টের মারপ্যাচে এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাই কায়কোবাদ সাহেবের সঙ্গে জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন।”
আরও পড়ুন: অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
তিনি আরও লেখেন, “মুরাদনগরের ট্রিপল মার্ডারে কায়কোবাদ সাহেবের ভাই শাহ জুন্নুন বুশরী প্রত্যক্ষভাবে জড়িত। সেই ঘটনা নিয়েও আমার নাম জড়ানো হয়েছে, অথচ আমি বা আমার পরিবার গত তিন মাস এলাকায়ই যাইনি।”
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, “এই মাফিয়া এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়। এলাকা থেকে এমপি হতে পারি এই ভয়েই কায়কোবাদ পরিবার বেপরোয়া হয়ে উঠেছে।”
আরও পড়ুন: একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যানসারে পরিণত করেছে: রিজভী
এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেন, “বাংলাভিশন পরিচালনা করছেন বিএনপির ইশরাক হোসেন। এই চ্যানেল এখন ব্যক্তিগত ও দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। ২৪ পরবর্তী সময়েও যদি ৭১ সালের মতো ভূমিকা নেয়, তবে বয়কট হবে অনিবার্য।”
বর্তমানে ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।