মাইলস্টোন ট্র্যাজেডি
তারেক রহমানের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারের প্রতি আর্থিক সহায়তা

সম্প্রতি ঢাকার উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, তাতে হতাহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন।
আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে 'আমরা বিএনপি পরিবার'-এর একটি প্রতিনিধি দল উত্তরার ১০ নম্বর সেক্টরে আহত ও নিহতদের বাসভবনে যান। প্রতিনিধি দলটি বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন, শিক্ষার্থী তাছরুবা মাহাবিন ও নুরে জান্নাত ইউশা এবং নিহত সারিয়া আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: চিকিৎসকদের অনুমতি পেয়ে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল
এই সাক্ষাতে তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এ সময় 'আমরা বিএনপি পরিবার'-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং সংগঠনের অন্যান্য সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও রুবেল আমিন উপস্থিত ছিলেন। এছাড়াও, বিএনপি'র ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য সচিব মোস্তফা জামান এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ অন্যান্য বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ৬ দিনের কর্মসূচি ঘোষণা