সহকারী কারা মহাপরিদর্শক আবু তালেব মারা গেছেন
বাংলাদেশ কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক প্রশাসন রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। কারা অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় তার মৃত্যুতে কারা মহাপরিদর্শক সহ কর্মকর্তা কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।
জানা গেছে, ভোর ৪টার দিকে গ্যাস্ট্রিকজনিত সমস্যায় অসুস্থতা অনুভব করলে তাকে কারা অধিদফতরের সরকারি বাসা থেকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে ল্যাবএইড হাসপাতাল এবং সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ওসি নিয়োগের জন্য ১৩৬ পুলিশ পরিদর্শক একদিনে বদলি
আবু তালেবের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
আরও পড়ুন: নির্বাচনে মিসইনফরমেশন মোকাবেলায় টিকটকের সাথে সিআইডির শেয়ারিং উদ্যোগ





