সংস্কার ছাড়া নুরের মতো পরিণতি আমাদেরও অপেক্ষায়: হাসনাত আবদুল্লাহ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:০২ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, গতকাল নুর ভাইয়ের (নুরুল হক নুর) ওপর যে আক্রমণ হয়েছে, এটা আমাদের জন্য স্পষ্ট বার্তা। যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি, তবে আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে।

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকের আয়োজন করে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি।

আরও পড়ুন: শেখ হাসিনা নয়, আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ

হাসনাত বলেন, তারেক জিয়াকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল, নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। খালেদা জিয়ারও একই পরিণতি হয়েছে। আমরাও সেই অবস্থার মুখোমুখি হবো যদি সংস্কার না করি। তাই নিয়ম পরিবর্তনের জন্য সংস্কার অপরিহার্য, আর এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, আমাদের এখন বলা হয় নির্বাচনবিরোধী। কিন্তু আমরা শুধু নির্বাচনের কথা বলি না, আমরা বলি বিচার ও সংস্কারও দরকার। পুলিশ যেন কাউকে বিনা মামলায় তুলে নিয়ে না যায়, পরিবারকে যেন অবগত করা হয়—এগুলো এখনও নিশ্চিত হয়নি। তাই আমরা সংস্কারের দাবিকে অগ্রাধিকার দিচ্ছি।

আরও পড়ুন: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ জনকে চিকিৎসাসেবা

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু তিনি আমাদের খোঁজ নিয়েছেন এবং সহায়তা পাঠিয়েছেন। এটা আমাদের জন্য ইতিবাচক বার্তা, আমরা তাকে স্বাগত জানাই।

এ বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।