সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের সব অর্জন বৃথা: সালাহউদ্দিন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪২ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের সব অর্জন অর্থহীন হয়ে যাবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ‘দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে’ অভিযোগ করে রাজপথে থাকার আহ্বান জাহিদ হোসেনের

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, সেই অনুযায়ী কার্যক্রম এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবিধান সংশোধন নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত জাতীয় সংসদই সংশোধনের ক্ষমতা রাখে। অন্য কোনো পথে গেলে তা ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ হতে পারে।

আরও পড়ুন: আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

তিনি আরও বলেন, সরকারের সাফল্য যেমন আছে, তেমনি ব্যর্থতাও রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে অন্তর্বর্তী সরকারের কোনো অর্জনই টেকসই হবে না।

গোলটেবিলে অন্যান্য বক্তারা বলেন, ভোটকে কেন্দ্র করে জনগণের যে শঙ্কা ও অবিশ্বাস রয়েছে, তা দূর করা সরকারের দায়িত্ব।