ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন, কনে ব্যারিস্টার নুসরাত খান

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।শুক্রবার (১০ অক্টোবর) পারিবারিকভাবে আংটিবিনিময়ের মাধ্যমে ব্যারিস্টার নুসরাত খানকে বাগদান পরিয়েছেন ইশরাক হোসেন।
ব্যারিস্টার নুসরাত খান হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য, টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।
আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান
শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে রাজধানীতে একটি পারিবারিক আয়োজনে বাগদান সম্পন্ন হয়।
ইশরাক হোসেনের মা ইসমত হোসেন ও নুসরাত খানের বাবা নুর মোহাম্মদ খান নবদম্পতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রাজনৈতিক মহলে ইতোমধ্যে এই বাগদান নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা দিয়েছে।
আরও পড়ুন: নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল