ক্ষমতায় গেলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমান
বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দেশে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার আবশ্যক। তিনি আরও বলেন, শিক্ষাই জাতির শক্তিশালী হাতিয়ার। যে জাতি বেশি শিক্ষিত, সেই জাতি বেশি উন্নত।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ২৫ বছর আগে বিএনপি সরকারের সময়ে তারেক রহমান ইতিমধ্যেই নতুন রাজনৈতিক ধারা তৈরি করেছিলেন। তিনি ঘরে বসে নয়, তৃণমূল পর্যায়ে গিয়ে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন। লন্ডন থেকেও দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের সমস্যা শোনেন।
আরও পড়ুন: দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস
ড. মঈন খান বলেন, বর্তমানে যে রাষ্ট্র সংস্কারের আলোচনা চলছে, তা তারেক রহমান দুই বছর আগে থেকেই উপস্থাপন করেছেন। তাই শিক্ষাখাতে সংস্কারের দিক থেকে বিএনপি ইতিমধ্যেই নেতৃত্ব দিচ্ছে।





