জুলাই সনদের ড্রাফট প্রকাশে কমিশনের গোপনীয়তায় প্রশ্ন এনসিপির
জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া এখনো রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করতে না পারায় জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেন মনে করেন, খসড়ার টেক্সট ও কার্যকারিতা স্পষ্ট না হওয়ায় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
শনিবার (২৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, কমিশন জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত একটি আদেশ প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছে, যা এনসিপি ‘আংশিক অগ্রগতি’ হিসেবে দেখছে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন—পূর্বের জুলাই ঘোষণাপত্রের মতো একপাক্ষিক বা দলীয় সুবিধাভোগী কোনো দলিল তৈরি হলে তা জাতির জন্য প্রতারণায় পরিণত হতে পারে।
আরও পড়ুন: আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখতে ঐক্যের আহ্বান সালাহউদ্দিনের
এনসিপির সদস্য সচিব বলেন, জুলাই সনদ যখন রাজনৈতিক সংকট নিরসনের কেন্দ্রবিন্দুতে, তখন আদেশের ড্রাফট সব পক্ষের সঙ্গে শেয়ার না করলে সেটি গ্রহণযোগ্যতা হারাবে। তিনি উল্লেখ করেন, আমরা চাই সনদের পূর্ণ বাস্তবায়ন যেন আইনগত বৈধতা পায় এবং টেকসই রাজনৈতিক সমঝোতার পথে এগিয়ে যায়।
তিনি আরও বলেন, অনেক রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও বাস্তবে তারা দুই পক্ষের অবস্থানে দাঁড়িয়ে আছে—এক পক্ষ সনদকে নিষ্ক্রিয় করার সুযোগ খুঁজছে, অন্য পক্ষ পূর্ণ বাস্তবায়নকে থামানোর চেষ্টা করছে। এ অবস্থায় এনসিপি মনে করে, স্বচ্ছ ড্রাফট ও আইনগত নিশ্চয়তা ছাড়া জুলাই সনদ সফল হবে না।





