হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করার সম্ভাবনা
দল বদলে এবার বিএনপিতে রেজা কিবরিয়া
আওয়ামী লীগ সরকারের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রয়াত শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আবার রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। গণফোরাম ও গণঅধিকার পরিষদে সক্রিয় থাকার পর এবার তিনি যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি)।
বিএনপির সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়াকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী করা হতে পারে। এই আসনটি এখনো প্রার্থী ঘোষণার তালিকায় ফাঁকা রাখা হয়েছে।
আরও পড়ুন: জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয় সূচনা করেছিল সিপাহি-জনতার বিপ্লব : তারেক রহমান
বুধবার (৫ নভেম্বর) রেজা কিবরিয়া জানান, আমি ইতোমধ্যে বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগদান করবো। আমার এলাকায় ধানের শীষেই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।
২০১৮ সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামের প্রার্থী হিসেবে একই আসন থেকে তিনি ধানের শীষ প্রতীকে ভোট করেন, তবে জয় পাননি। পরে তিনি নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন। কিন্তু নেতৃত্বের বিরোধের কারণে তিনি দলটি থেকে দূরে সরে যান এবং দায়িত্বও ছাড়েন। পরবর্তীতে গণঅধিকার পরিষদ দুই ভাগে বিভক্ত হয়—একটি নুরের নেতৃত্বে, আরেকটি রেজার নেতৃত্বে।
আরও পড়ুন: চাঁদাবাজি করে প্রতিদিন গণভোট সম্ভব: তাহের
কিছুদিন রাজনীতিতে নিম্নমুখী ভূমিকা পালন করলেও, এবার তিনি সক্রিয়ভাবে আবার মাঠে ফিরছেন—এবার বিএনপির হয়ে।





