গণভোটসহ পাঁচ দফা দাবিতে উত্তাল পল্টন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:২৩ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন এলাকা পরিণত হয়েছে বিক্ষোভমুখর জনসমুদ্রে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ শাখার হাজারো নেতা-কর্মী মিছিল নিয়ে পল্টনের দিকে অগ্রসর হন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পর গণভোটের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার নির্দেশে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফুল

একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)র নেতাকর্মীরাও পল্টনে যোগ দেন।

বেলা সাড়ে ১০টার দিকে মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন নিয়ে এতে অংশ নেন।

আরও পড়ুন: ‘বিএনপির মনোনয়ন না পাওয়া নেতাদের এনসিপিতে যোগদানের আহ্বান’

দলের পক্ষ থেকে জানানো পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

১️⃣ ১. নভেম্বরেই গণভোট আয়োজন,

২️⃣২.  অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ,

৩️⃣ ৩. নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিতকরণ,

৪️⃣ ৪. ধর্মীয় স্বাধীনতা রক্ষা,

৫️⃣ ৫. রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মী হারিস উদ্দিন বলেন, জনগণের মতামত ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। আমরা শান্তিপূর্ণ উপায়ে জনগণের রায়ের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই।

এর আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে গণভোটের দাবির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

মিছিল শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। এদিকে, সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে পল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।