খালেদা জিয়ার নির্দেশে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:২৯ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির বহুল আলোচিত নেতা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে তার সঙ্গে সরাসরি সাক্ষাতের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মনোনয়ন পাওয়ার পর গণমাধ্যমকে আরিফুল হক বলেন, দলের নেত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সাদরে গ্রহণ করেছি। দলের স্বার্থে সবসময় কাজ করেছি, ভবিষ্যতেও করবো। সবকিছু আল্লাহর ইচ্ছায়।

আরও পড়ুন: জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয় সূচনা করেছিল সিপাহি-জনতার বিপ্লব : তারেক রহমান

এর আগে আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে ওই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিরকে প্রার্থী ঘোষণা করা হয়। এরপর দলীয় হাই কমান্ড তাকে ডেকে নিয়ে আলোচনার মাধ্যমে সিলেট-৪ আসনে মনোনয়ন দেয়।

আরিফুল হক চৌধুরী সিলেটের রাজনৈতিক পরিমণ্ডলে দীর্ঘদিন সক্রিয়। ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে দুদফায় সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে নগর উন্নয়ন, সেবা ও অবকাঠামো খাতে বিভিন্ন উদ্যোগ নেন।

আরও পড়ুন: চাঁদাবাজি করে প্রতিদিন গণভোট সম্ভব: তাহের

তার রাজনৈতিক জীবনে কয়েকটি মামলা ও গ্রেফতারের ঘটনা থাকলেও বিভিন্ন ধাপে আদালতের রায় এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফেরেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় কমিটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র বলছে, সিলেট অঞ্চলে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী করতে আরিফুল হককে মাঠে নামানো কৌশলগত সিদ্ধান্ত।