পুনরায় সক্রিয় করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি

Sanchoy Biswas
শাহরিয়ার ইসলাম
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪১ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থানের “বৈপ্লবিক রূপান্তর” নিশ্চিতের লক্ষ্যে স্থগিতাদেশ প্রত্যাহার করে সংগঠনের সব ইউনিট কমিটি পুনরায় সচল করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (২রা নভেম্বর)  গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান যে লক্ষ্য ও আদর্শ নিয়ে সংঘটিত হয়েছিল, তার পূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি। শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন: রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিরোধিতা ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ: ডাকসু

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পর্কে কোনো সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় হাজারও শহীদ ও আহতের রক্তের প্রতি দায় এড়ানো হচ্ছে। এটি অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা।”

সংগঠনটি জানায়, “ঐতিহাসিক এক দফা” বাস্তবায়ন এবং “ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত” গড়ে তুলতেই সাংগঠনিক কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।

আরও পড়ুন: যমুনা অভিমুখে লংমার্চ, ইবতেদায়ি শিক্ষকদের বাধা দিয়েছে পুলিশ

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিটকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শাহবাগে এক সংবাদ সম্মেলন করে সংগঠনটির সকল কার্যক্রম স্থগিত করেছিল সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।