চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:২২ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেশ কিছুদিন ধরে শূন্য থাকা সরকারের চারটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (২ নভেম্বর) পৃথক চারটি প্রজ্ঞাপনে চারজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। পদোন্নতি পাওয়া ১৫তম ব্যাচের দুইজন নারী কর্মকর্তা রয়েছেন। নৌপরিবহন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিবের শূন্য পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিযুক্ত সচিবরা হলেন—

আরও পড়ুন: কয়েকটি দলের মন যুগিয়ে চলার নীতি সরকারকে বাদ দিতে হবে: তিন দলের যৌথ সভায় বক্তারা

  • এস এম শাকিল আখতার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত সচিব- পরিকল্পনা বিভাগের সচিব
  • ড. নুরুন্নাহার চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব- নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব
  • বিলকিস জাহান রিমি, অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব
  • মোহাং শওকত রশীদ চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

তালিকা দেখতে এখানে ক্লিক১ ক্লিক২ ক্লিক৩ ক্লিক৪ করুন

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ