ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:১১ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই খসড়া তালিকা অনুযায়ী দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রোববার (২ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, নতুন তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ হাজার ২৩ জন।

আরও পড়ুন: ‘প্রকাশ্যে এসে’ যা বললেন ফয়সাল, এখন কোথায়?

ইসি সচিব আরও বলেন, “দাবি-আপত্তি প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুনভাবে যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার। এই তালিকা ব্যবহার করে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দাবি-আপত্তি শুধুমাত্র নতুন যুক্ত হওয়া ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।”