আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা ড. এম এ কাইয়ুমের সৌজন্য সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আল মুআল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীতে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনের ঘটনায় ২ জনের মৃত্যু
সাক্ষাৎকালে তারা পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
ড. এম এ কাইয়ুম জানান, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। আলোচনায় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী প্রেরণ ও ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়। তিনি বলেন, “বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানো ও আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানানো হয়েছে।”
আরও পড়ুন: নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জবাবে রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আল মুআল্লা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মনির হোসেনও উপস্থিত ছিলেন।
ড. এম এ কাইয়ুম বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের সন্তান।





