উত্তরাঞ্চলে শীতের আগমন, সারাদেশে শীত আসবে নভেম্বরের শেষে
দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে আগামী ১০ নভেম্বর থেকে শীতের আগমন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তবে সারাদেশে শীতের পূর্ণ আমেজ পেতে হলে নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিডব্লিউওটি এক বিজ্ঞপ্তিতে জানায়, এ বছর দেশের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বর মাসেই আসার সম্ভাবনা বেশি।
সংস্থাটি জানায়, সাম্প্রতিক লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে, তবে এর পর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশে বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: যেসব অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, ৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত আবহাওয়া থাকবে অনুকূলে, যা দেশের কৃষকদের জন্য অত্যন্ত ইতিবাচক খবর।
সংস্থাটি জানিয়েছে, এই সময়কালে ধান কাটা-মাড়াই এবং শীতকালীন সবজি চাষের জন্য উপযুক্ত সময় থাকবে। বিশেষ করে ৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সময়টিকে কৃষিকাজের জন্য সবচেয়ে উপযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: কুয়াশায় মোড়া রাজশাহী, রাজধানীতে শীতের আগমনী বার্তা
তবে ১৭ থেকে ১৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
ঘূর্ণিঝড় পরিস্থিতি সম্পর্কে বিডব্লিউওটি জানায়, ২০ নভেম্বরের আগে সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুবই কম। তবে ২০ নভেম্বরের পর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।
এছাড়া নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দেশে বৃষ্টি বলয় দেখা দিতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।





