এভারকেয়ার হাসপাতালে কড়া নিরাপত্তা, বসেছে ব্যারিকেড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় চিকিৎসা কেন্দ্রটির চারপাশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সোমবার গভীর রাত থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং প্রবেশপথে বসানো হয় ব্যারিকেড।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনে দেখা যায়, প্রধান গেটের দুই পাশে ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে শুধু সংশ্লিষ্ট ব্যক্তি ও রোগীদেরই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা
সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, রাত ২টার দিকে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ব্যারিকেড স্থাপন করা হয়। হাসপাতালের আশপাশে ভিড় ঠেকাতে ও নিরাপত্তা সুনিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।
হাসপাতাল সূত্রের ভাষ্য, ভিড় নিয়ন্ত্রণ ও রোগীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও সজাগ রয়েছে পুলিশ।
আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী
এদিকে, রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা মেডিকেল টিমের সঙ্গে কথা বললেও বাইরে এসে কোনো মন্তব্য করেননি।





