ত্রয়োদশ সংসদ নির্বাচনে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৭ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার বেলা পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রার্থীরা যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেগুলো হলো:

আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা

ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, হবিগঞ্জ-১, কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৫ এবং কক্সবাজার-২।

বিএনপি জানিয়েছে, নির্বাচনের জন্য দলটি প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া অব্যাহত রাখছে এবং দেশের বিভিন্ন জেলায় সমন্বিত প্রচারণা চালাবে।

আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী