জাপা-জেপির নেতৃত্বে ১৬ দলের রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ সোমবার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৪২ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (একাংশ) এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) কয়েকটি দলের সমন্বয়ে বৃহত্তর একটি নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে।

এই নতুন জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আগামী সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশান-১-এর ইমানুয়েলস পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ জোটে অন্তর্ভুক্ত দলগুলোর প্রধানরা।

আরও পড়ুন: মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

এর আগে গত রোববার (২৭ নভেম্বর) রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জোট গঠনের সিদ্ধান্ত হয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রাজনৈতিক শক্তি consolidating-এর লক্ষ্যেই জাপা-জেপির নেতৃত্বে এ জোট গঠন করা হয়েছে বলে জানা গেছে।

জোটে জাপা ও জেপির পাশাপাশি আরও ১৪টি রাজনৈতিক দল যুক্ত হয়েছে। জোটের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে। আত্মপ্রকাশের আগে জোটের অন্তর্ভুক্ত সব দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি লিয়াজোঁ কমিটিও গঠন করা হয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়াকে নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে