মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:২৯ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে নতুন অগ্রগতি দেখা যাচ্ছে। মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। বিষয়টি নিয়ে কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন তিনি।

এনামুল হক চৌধুরী বলেন,মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলেই কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তারা এখন পুরোপুরি প্রস্তুত। বোর্ড অনুমতি দিলেই খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। সব ব্যবস্থাই কাতার কর্তৃপক্ষ করছে।”

আরও পড়ুন: কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়ে তিনি আরও জানান, জার্মানি থেকে যে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আসছে—এটি কাতার কর্তৃপক্ষই আয়োজন করেছে। বিএনপির পক্ষ থেকে এর কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা করা হয়নি। বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা–সংক্রান্ত সবকিছুই রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হচ্ছে।”

অন্যদিকে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া এখনও উড়োজাহাজে ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা অর্জন করেননি। এ কারণেই লন্ডনে নেওয়ার সময়সূচি নিশ্চিত করা যাচ্ছে না। গত দুই দিনে তার বেশ কিছু পরীক্ষা হয়েছে, যার প্রতিবেদন মেডিকেল বোর্ড পর্যবেক্ষণ করছে। প্রতিদিনই তার নিয়মিত স্বাস্থ্য প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে।

আরও পড়ুন: একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে: তারেক রহমান

গত ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। বোর্ডের সদস্য হিসেবে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানও যুক্ত হয়েছেন। তিনি লন্ডন থেকে ঢাকায় এসেছেন তার শাশুড়িকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতিতে।