খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিরাপদে স্থানান্তরের উপযোগিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের সামনে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের চিকিৎসা সেলের সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশনেত্রীর চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি নেই। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, তবে চিকিৎসকদের মূল্যায়নই নির্ধারণ করবে বিদেশে নেওয়ার সময়।

আরও পড়ুন: খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

তিনি জানান, ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। বিদেশে নেওয়ার প্রস্তুতি থাকলেও কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিলম্ব ঘটিয়েছে। এর মধ্যে রয়েছে—কাতারের আমিরের উদ্যোগে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ যে সে সময়ে ফ্লাই করানো নিরাপদ হবে না।

ডা. জাহিদ আরও জানান, আন্তর্জাতিকভাবে যুক্ত রয়েছেন লন্ডন ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সুনামধন্য বিশেষজ্ঞ। তারা নিয়মিতভাবে খালেদা জিয়ার শারীরিক অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন: গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত, এবার দেশ সুষ্ঠু নির্বাচনের পথে

তার আহ্বান—দেশনেত্রীর স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়িয়ে দায়িত্বশীল তথ্য প্রচার। তিনি বলেন, দীর্ঘ ফ্লাইটে উচ্চতার প্রভাব এবং শারীরিক জটিলতা বিবেচনায় স্থানান্তরের আগে সম্পূর্ণ চিকিৎসাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তিনি আশা প্রকাশ করেন—জনগণের দোয়া ও চিকিৎসকদের সেবায় বেগম খালেদা জিয়া শিগগিরই সুস্থতার পথে এগোবেন।