খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক: মেডিকেল বোর্ড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট স্বাভাবিক পাওয়া গেছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা। রোববার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়ার ভবিষ্যৎ শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করবে।
আরও পড়ুন: দেশনেত্রীর চিকিৎসার পাশাপাশি নির্বাচনের পুরোপুরি প্রস্তুতিতে বিএনপি
তিনি বলেন, “খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। ওনার মেডিকেল বোর্ড বলেছে, তাকে এখনই বিদেশে নেওয়া সম্ভব নয়। বিদেশে নেওয়ার বিষয়টি সম্পূর্ণই তার শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।”
ব্যক্তিগত চিকিৎসক আরও বলেন, “মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত ছয় বছর ধরে তার চিকিৎসা করছেন। এখনো সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শুধু দেশ নয়, বিদেশের চিকিৎসকরাও সবসময় খালেদা জিয়ার জন্য চেষ্টা করছেন।”
আরও পড়ুন: সামনে কঠিন সময় অপেক্ষা করছে: তারেক রহমান
এদিকে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার জন্য প্রস্তুত রাখা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে এবং পরদিন বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা ত্যাগ করতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।





