গুলিতে আহত ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩০ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

গতকাল দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, হাদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় লক্ষ্য করে গুলি করা হয়।

আরও পড়ুন: এভারকেয়ারে হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি, গুলি মাথা থেকে বের হয়ে গেছে। সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা এসেছে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।”

ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাদির অবস্থার অবনতি হওয়ায় তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয় এবং বর্তমানে তার প্রেসার কিছুটা স্থিতিশীল। মাথার ভেতরে এবং কানের আশপাশে গুলি লাগায় তাকে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং সেখানে অস্ত্রোপচার চলছে।

আরও পড়ুন: ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস

হাদির সহযোগীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তার জীবন রক্ষা করার জন্য।