খালেদা জিয়া-তারেক রহমানের ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ শামছুল ইসলাম
ছবিঃ সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে ২ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শীর্ষ দুই নেতার নিরাপত্তা ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।





