বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:২০ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডায় রোববার রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের কাছে থাকাকালীন আগুন দেওয়া হয়। তবে এখন পর্যন্ত কেউ এই ঘটনায় দায়ী হিসেবে চিহ্নিত হয়নি।

আরও পড়ুন: মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারদের পক্ষ থেকে প্রতিবাদ সভা

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং ঘটনার কারণ অনুসন্ধান করছে।”

পুলিশ তদন্ত শুরু করেছে এবং বাসের মালিক ও যাত্রীদের তথ্য সংগ্রহ করছে।

আরও পড়ুন: রাজধানীতে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’