‘তুমি কে আমি কে, হাদি হাদি’ স্লোগানে উত্তাল শাহবাগের জনসমুদ্র

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৩১ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ ও বিচার দাবিতে “তুমি কে আমি কে, হাদি হাদি”—স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। মুহূর্তেই শাহবাগ পরিণত হয় জনসমুদ্রে।

বিক্ষোভকারীরা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত করে তোলেন।

আরও পড়ুন: প্রার্থীদের অস্ত্রে সহিংসতা বাড়ার শঙ্কা

প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেককে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরে দেশজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ওসমান হাদি আর নেই

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজে একযোগে সম্প্রচার করা হবে।