জামায়াত নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের সক্ষমতা আছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এই জোটের সরকার গঠনের পূর্ণ সক্ষমতা রয়েছে। তবে সরকার গঠন হলে কে কোন দায়িত্বে থাকবেন বা কীভাবে ক্ষমতা বণ্টন হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার গঠন সংক্রান্ত বিষয়গুলো পরবর্তীতে বিস্তারিতভাবে জানানো হবে। আপাতত লক্ষ্য হচ্ছে জনগণের সমর্থন নিয়ে একটি কার্যকর ও গ্রহণযোগ্য সরকার গঠন করা।
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিসহ এই আসনে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করে তিনি বলেন, “এই এলাকা যেন মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে। আমরা আর কোনো মৃত্যু দেখতে চাই না।”
আরও পড়ুন: মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত
ঢাকা-৮ আসনকে রাজধানীর সবচেয়ে সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার আশ্বাসও দেন এনসিপির এই নেতা।
দল থেকে কয়েকজন নেতার পদত্যাগ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি এখন বাস্তবভিত্তিকভাবে দল গঠনের পথে এগিয়ে যাচ্ছে। বিএনপি বা জামায়াত—যেকোনো পক্ষের সাথেই মতপার্থক্য থাকতে পারে। এই দ্বিমতকে তিনি শ্রদ্ধার সঙ্গে দেখেন বলেও জানান।
তিনি বলেন, এটি কোনো আদর্শিক জোট নয়; বরং সংস্কার, বিচার ব্যবস্থা ও অর্থনীতিসহ বিভিন্ন মৌলিক বিষয়ে একমত হওয়ায় এই জোট গঠিত হয়েছে। সবাই মিলে দেশকে দুর্নীতিমুক্ত করার ব্যাপারে তারা আশাবাদী।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে তিনি ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনের জন্য এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ঢাকা-৮ আসনে নির্বাচনের জন্য আগে প্রচারণায় নেমেছিলেন সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।





