মাকে শেষবার দেখে বাসভবনে ফিরলেন তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:২২ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো দেখে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের নিজ বাসভবনে ফিরেছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, সোমবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে দ্রুত হাসপাতালে ছুটে যান তারেক রহমান। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি মায়ের পাশেই ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যরাও শেষ সময়ে খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

এর আগে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এদিকে দলীয় চেয়ারপারসনের মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার সকাল ৯টায় খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শোক কর্মসূচির ঘোষণা দেন।

আরও পড়ুন: মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী সাত দিন দেশের সব বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। পাশাপাশি নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপারসনের কার্যালয়সহ সব কার্যালয়ে শোক বই খোলা রাখা হবে।

কর্মসূচি ঘোষণার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, এগুলো প্রাথমিক কর্মসূচি। পরিস্থিতি বিবেচনায় সামনে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।