নিজ হাতে মাকে কবরে শায়িত করলেন তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:০৮ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করার কাজে সবার আগে কবরে নামেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তার মাকে কবরে শায়িত করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে শায়িত করার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় তারেক রহমানকে কবরে নেমে যেতে দেখা যায়। মাকে কবরে শায়িত করার পর সাড়ে ৪টার কিছুক্ষণ পরে তিনি কবরে থেকে উঠে আসেন।

আরও পড়ুন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান এর ইন্তেকাল

খালেদা জিয়াকে কবরে শায়িত করার পর মায়ের কবরে সবার আগে মাটি দেন তারেক রহমান। পরে তিন বাহিনীর প্রধান, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পর্যায়ক্রমে কবরে মাটি দেন।

দাফন কার্যক্রম চলাকালে কিছুটা দূরে অবস্থান করতে দেখা যায় তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তারেক রহমানের কন্যা জাইমা রহমানসহ পরিবারের নারী সদস্যদের। তারা দোয়া পড়ে একটি পাত্রে রাখা মাটিতে স্পর্শ করেন।

আরও পড়ুন: খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।