তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে: জামায়াত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১২ অপরাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কিছু রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও কাগজপত্র দাখিল করার পরও আইনের দৃষ্টিতে গুরুত্বহীন বিষয় দেখিয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে।

রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে মনোনয়নপত্র দাখিলের পর বর্তমানে যাচাই-বাছাই কার্যক্রম চলছে। তবে এই প্রক্রিয়ায় কোনো কোনো জেলার রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে তুচ্ছ ও অপ্রাসঙ্গিক বিষয়কে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: কিশোরগঞ্জ-২ আসনে একই পরিবারের তিন প্রার্থী, ভিন্ন দল—রাজনীতিতে ত্রিমুখী সমীকরণ

তিনি বলেন, অনেক ক্ষেত্রে এমন বিষয়কে কঠোরভাবে বিবেচনা করা হয়েছে, যেখানে রিটার্নিং অফিসারের ব্যক্তিগত এখতিয়ার অনুযায়ী ছাড় দেওয়ার সুযোগ ছিল। আবার কোথাও কোথাও উদ্দেশ্যমূলকভাবে অতিরিক্ত কঠোরতা প্রদর্শনের ফলে যোগ্য প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। দাখিল করা তথ্য-প্রমাণ ও কাগজপত্র থাকা সত্ত্বেও এভাবে প্রার্থিতা বাতিল করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অধ্যাপক গোলাম পরওয়ার আরও বলেন, আইনের দৃষ্টিতে গুরুত্বহীন ও অপ্রয়োজনীয় কিছু বিষয়কে অজুহাত হিসেবে ব্যবহার করে মনোনয়ন বাতিল করা হচ্ছে। আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে, কোনো একটি মহলের ইন্ধনে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে—তা নিয়ে দেশবাসীর মধ্যে গুরুতর প্রশ্ন দেখা দেবে।

আরও পড়ুন: দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের দাবি মির্জা ফখরুলের

তিনি রিটার্নিং অফিসারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন তুচ্ছ ও গুরুত্বহীন কারণে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল করা না হয়। একই সঙ্গে তুচ্ছ অজুহাতে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, তা অবিলম্বে বৈধ ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি সত্যিকার অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে তোলার জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের প্রতিও আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।