দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৬ পূর্বাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারপার্সন পদে অধিষ্ঠিত হবেন তারেক রহমান।

রোববার সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমাদের চেয়ারপার্সনের মৃত্যুতে পদটি শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণে তারেক রহমানকে এই পদে বসানো হবে।”

আরও পড়ুন: কিশোরগঞ্জ-২ আসনে একই পরিবারের তিন প্রার্থী, ভিন্ন দল—রাজনীতিতে ত্রিমুখী সমীকরণ

মহাসচিব আরও বলেন, “বরাবরের মতো এবারও বিএনপি সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবে। আগামী নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়ার যে আশঙ্কা রয়েছে, তা দল হিসেবে আমরা শঙ্কা মনে করি না। প্রথম থেকেই বিএনপি নির্বাচন চেয়েছে।”