শিশির মনিরের আয় ৫১ লাখ, স্ত্রীর আয় ও সম্পদ তিন গুণের বেশি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০৯ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। দাখিল করা হলফনামায় প্রার্থীদের সম্পদের বিস্তারিত বিবরণ উঠে এসেছে। এতে দেখা যায়, সুনামগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের তুলনায় তার স্ত্রীর আয় ও সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি।

হলফনামায় শিশির মনির নিজেকে আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন। সেখানে তার বার্ষিক আয় দেখানো হয়েছে প্রায় ৫১ লাখ টাকা। তার ঘোষিত সম্পদের মধ্যে রয়েছে—নগদ অর্থ ৯ লাখ ৫২ হাজার ৪ টাকা, ব্যাংকে জমা ২ হাজার ৩০০ টাকা, ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের যানবাহন, ৪ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য এবং ২৫ ভরি সোনা, যা তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: কিশোরগঞ্জ-২ আসনে একই পরিবারের তিন প্রার্থী, ভিন্ন দল—রাজনীতিতে ত্রিমুখী সমীকরণ

অন্যদিকে, তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান বেসরকারি চাকরিজীবী। হলফনামা অনুযায়ী, তার ঘোষিত সম্পদের পরিমাণ স্বামীর তুলনায় অনেক বেশি। তার কাছে নগদ অর্থ রয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৫৬৫ টাকা, ব্যাংকে জমা ৩৮ লাখ ২৬ হাজার ৩১৭ টাকা, বন্ড ও ঋণপত্রে বিনিয়োগ ৩ হাজার ৯৬৬ টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত ৯১ লাখ ৯০ হাজার ৫৯৫ টাকা, ৪৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের যানবাহন, উপহার হিসেবে পাওয়া ২৫ ভরি সোনা এবং ৭ লাখ ২০ হাজার ৪০০ টাকার ইলেকট্রনিক সামগ্রী।

এছাড়া হলফনামায় উল্লেখ করা হয়েছে, শিশির মনিরের স্ত্রীর নামে ১ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৪২০ টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে।

আরও পড়ুন: দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের দাবি মির্জা ফখরুলের

এদিকে হলফনামা অনুযায়ী, অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যা বর্তমানে হাইকোর্ট বিভাগের আদেশে স্থগিত রয়েছে। অপর মামলাটি এখনো তদন্তাধীন।