ঢাকায় ৬টিসহ যেসব আসনে প্রার্থী দেবে এনসিপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জোটগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আসন সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আপাতত ২৭টি সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার সুযোগ পাচ্ছে।
১১ দলীয় জোট সূত্রে জানা গেছে, জোটভুক্ত দলগুলোর মধ্যে মোট ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এনসিপির জন্য প্রাথমিকভাবে ২৭টি আসনের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও দলটিকে মোট ৩০টি আসনে নির্বাচন করার সুযোগ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত রয়েছে।
আরও পড়ুন: দৃঢ়চেতা খালেদার স্মরণ করে সংকটময় সময়ে ঐক্যের আহ্বান
প্রকাশিত তালিকা অনুযায়ী, এনসিপি যেসব আসনে প্রার্থী দিতে পারবে তার মধ্যে রয়েছে— পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১ ও মুন্সীগঞ্জ-২।
রাজধানী ঢাকা মহানগরীর একাধিক গুরুত্বপূর্ণ আসনেও এনসিপি প্রার্থী দেবে। এসব আসনের মধ্যে রয়েছে— ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮, ঢাকা-১৯ ও ঢাকা-২০।
আরও পড়ুন: জামায়াতের সাথে ইসলামী দলগুলোর নতুন করে মৌলিক বিরোধ
এ ছাড়া তালিকায় আরও অন্তর্ভুক্ত রয়েছে— গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২, নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান এবং নারায়ণগঞ্জ-৪।
১১ দলীয় জোটের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বাকি আসনগুলো নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে। সমঝোতা চূড়ান্ত হলে এনসিপির জন্য ঘোষিত আসনের সংখ্যা আরও বাড়তে পারে।





