কী লেখা ছিল তারেক রহমানের গাড়িতে লাগানো খামে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত চলে যাওয়ার ঘটনায় পাঁচ দিন পেরিয়ে গেলেও মোটরসাইকেলচালককে শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলেও ফুটেজের ভিজুয়াল স্পষ্ট না হওয়ায় মোটরসাইকেল ও আরোহীর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। তবে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে মৌখিকভাবে বিষয়টি জানানো হলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
তিনি বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু ফুটেজ পরিষ্কার না থাকায় এখনো মোটরসাইকেল ও চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস
সাদা খামের ভেতরে কী ছিল—এ বিষয়ে জানতে চাইলে ওসি রাকিবুল ইসলাম বলেন, খামটি পুলিশের হাতে দেওয়া হয়নি এবং পুলিশ সেটি দেখেনি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিতদের কাছ থেকে জানা গেছে, খামের ভেতরে কোনো চিরকুট বা চিঠি ছিল না। খামটি ফাঁকা ছিল এবং টেপ দিয়ে গাড়িতে লাগানো হয়েছিল।
পুলিশ জানায়, কী উদ্দেশ্যে এ ধরনের কাজ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত বুধবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফেরার সময় গুলশানের ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় তিনি বুলেটপ্রুফ গাড়িতে ছিলেন এবং সামনে ও পেছনে তার নিজস্ব নিরাপত্তা দল মোতায়েন ছিল।
এমন নিরাপত্তাবেষ্টিত পরিস্থিতিতে কীভাবে একটি মোটরসাইকেল গাড়িবহরের মধ্যে প্রবেশ করতে পারল, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





