নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুঁড়িয়ে দিল টাইগাররা, সিরিজ জয়ের পথে বাংলাদেশ

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৬ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে মাত্র ১০৩ রানে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

বাংলাদেশের বোলারদের দাপটে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় ডাচরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত, যিনি ২৪ বলে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান। এছাড়া ওপেনার বিক্রমজিত সিং ১৭ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন।

আরও পড়ুন: মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আইসিসির চিঠি

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন স্পিনার নাসুম আহমেদ, যিনি ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ১৮ রানে ২টি, তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রানে ২টি, তানজিম হাসান সাকিব ৩ ওভারে ১৬ রানে ১টি এবং মেহেদী হাসান ৩.৩ ওভারে ২৪ রানে ১টি উইকেট নেন।

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের আগে এই সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতিকে আরও শাণিত করতে চাইছে বাংলাদেশ দল। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে টাইগাররা।

আরও পড়ুন: বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আইসিসি প্রধান