তামিমের অভিযোগের জবাবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ক্রীড়া উপদেষ্টার
বিসিবি নির্বাচনে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেই অভিযোগের কড়া জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ অভিযোগ করেন, “তামিম ভাইয়ের পক্ষের লোকজন ক্লাবের কাউন্সিলরশিপ দখল করতে অপহরণের মতো ঘটনা ঘটাচ্ছেন। এমনকি বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হয়েছে, নির্বাচন থেকে সরে দাঁড়ান, আপনাকে সিইও বানানো হবে।”
আরও পড়ুন: মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আইসিসির চিঠি
তিনি আরও বলেন, “এসব কর্মকাণ্ড স্পষ্টতই সন্ত্রাসী কার্যক্রম। আর এসবই করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে। হয়তো তিনি নিজেও বুঝতে পারছেন না যে, তাঁর নাম ব্যবহার করে এ ধরনের কার্যক্রম চালানো হচ্ছে।”
এক সংবাদ সম্মেলনে তামিম অভিযোগ করেছিলেন, বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না। এর জবাবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “সরকারের রুটিন কার্যক্রমকে হস্তক্ষেপ বলা যাবে না। এখতিয়ারের বাইরে কোনো পদক্ষেপ নিলে সেটা অবৈধ হস্তক্ষেপ হিসেবে গণ্য হতে পারে। প্রয়োজনে আইনি পদক্ষেপ বা আইসিসিকে অভিযোগ জানানো যেতে পারে।”
আরও পড়ুন: বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আইসিসি প্রধান
তিনি আরও স্পষ্ট করে বলেন, “আমার সচিব কিংবা আমি যে কারও সঙ্গে কথা বলতে পারি। এটা সরকারের নিয়মিত কার্যক্রম। কিন্তু অনেক সময় রাজনৈতিক দলের নেতারা ডিসিদের কল দিয়ে কাউন্সিলর পাঠানোর চাপ দেন—ওটা অবশ্যই রাজনৈতিক হস্তক্ষেপ।”
তামিমকে নিজের প্রিয় ক্রিকেটার উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “আমার ফেভারিট ক্রিকেটার হিসেবে তামিম যদি বাংলাদেশের ভক্তদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন, তাহলে আমি খুশি হতাম। কিন্তু যখন তিনি একটি রাজনৈতিক দলের হয়ে দাঁড়ান, তখন বিষয়টি ভিন্ন হয়ে যায়।”





