বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:০৪ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নেতৃত্বে এসেছে নতুন অধ্যায়। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়েছেন বিসিবির নতুন সভাপতি হিসেবে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে জয়ী ঘোষণা করা হয় তাকে।

চলতি বছরের এপ্রিলে বিসিবির ভারপ্রাপ্ত দায়িত্ব পান বুলবুল। এরপর এবার নিয়মিত নির্বাচনে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে আসীন হলেন তিনি।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, পরিচালক নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যা সাড়ে ৭টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচনের কথা ছিল। তবে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কমিশন বুলবুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

এদিন অনুষ্ঠিত নির্বাচনে পরিচালক পদে মোট ২৩ জন প্রার্থী বিজয়ী হন, আর দুইজন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নপ্রাপ্ত সদস্য হিসেবে বোর্ডে যোগ দেন।

আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো

বিভাগীয় প্রতিনিধি (ক্যাটাগরি–১) থেকে বিজয়ী হয়েছেন: আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান, হাসানুজ্জামান, রাহাত শামস ও শাখাওয়াত হোসেন।

এই ক্যাটাগরিতে ৭১ জন কাউন্সিলর ভোট দেন এবং ১০টি পরিচালকের পদে লড়াই করেন ১৫ জন প্রার্থী।

ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি–২) থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে বিজয়ী হয়েছেন ১২ জন:

ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক, আদনান রহমান (দীপন), ফায়াজুর রহমান, আবুল বাশার, শাহনিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, আমজাদ হোসেন, মনজুর আলম, ইফতেখার আহমেদ মিঠু ও মেহরব আলম চৌধুরী।

বিশ্ববিদ্যালয় ও সংস্থা প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি–৩ থেকে ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দেবব্রত পালের সঙ্গে।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত পরিচালক হিসেবে বোর্ডে যোগ দিয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আসিক ও এম ইসফাক আহসান।

বুলবুলের নেতৃত্বে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ দেশের ক্রিকেট প্রশাসনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছে ক্রিকেটপ্রেমীরা।