কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৪২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের ফুটবলপ্রেমীদের জন্য আসছে স্বপ্নময় ডিসেম্বর। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ভারত সফরের খবর আগেই নিশ্চিত হয়েছে। এবার সেই সফরকে ঘিরে নতুন চমক—শোনা যাচ্ছে, মেসির সঙ্গে কলকাতায় আসতে পারেন তার প্রিয় সতীর্থ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও লুইস সুয়ারেজ, পাশাপাশি থাকতে পারেন বার্সেলোনার কিংবদন্তি ডেকো।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। একটি আয়োজক সংস্থার ঘনিষ্ঠ সূত্র বলেছে, ডিসেম্বরের এই সফরকে ঘিরে “বার্সেলোনা পুনর্মিলন” পরিকল্পনা চলছে। সূত্র জানিয়েছে, মেসির সঙ্গে আরও তিন তারকাকে কলকাতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল

সূত্রটি আরও জানিয়েছে, মেসি কলকাতা সফরের পর দিল্লি ও মুম্বাইয়েও যাবেন, কিন্তু নেইমার, সুয়ারেজ ও ডেকো শুধুমাত্র কলকাতায়ই উপস্থিত থাকবেন।

এই সফর শুধুমাত্র ফুটবল নয়, বরং একটি মহা সাংস্কৃতিক উৎসবের আকার ধারণ করতে চলেছে। কলকাতার মঞ্চে ফুটবলের সঙ্গে মিশবে সংগীত ও তারকাখ্যাতি। আয়োজক সূত্র জানিয়েছে, স্থানীয় সংগীতশিল্পীদের পাশাপাশি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেসও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: সাহসী লড়াইয়ে শেষ পর্যন্ত ব্যর্থ বাংলাদেশ

অন্যদিকে, মুম্বাইয়ে মেসির সঙ্গে মঞ্চ ভাগ করবেন শচীন টেন্ডুলকার, হরভজন সিং ও গায়ক অরিজিৎ সিং। দিল্লির অনুষ্ঠানে আবার আলোচনায় আছেন বিরাট কোহলি, শুভমান গিল এবং দিলজিৎ দোসাঞ্জ।

আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে কলকাতার ফুটবল-উন্মাদ নগরে “বার্সেলোনা পুনর্মিলন” শোনা মাত্রই উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। লা লিগা যুগে মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীকে এখনও ফুটবল ইতিহাসের সোনালি অধ্যায় হিসেবে মনে করা হয়। এবার সেই ত্রয়ীকে আবার একসঙ্গে দেখা যাবে কি না, সেটিই কোটি ভক্তের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

যদি সবকিছু পরিকল্পনার মতো এগোয়, তবে ডিসেম্বরেই কলকাতার মাটিতে দেখা মিলবে এক অনন্য ফুটবল উৎসবের—যেখানে মঞ্চে থাকবে মেসি, নেইমার, সুয়ারেজ ও ডেকো।