২০২৬ বিশ্বকাপে খেলার ইঙ্গিত মেসির, বললেন— ‘আমিও চাই চতুর্থটি!’

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্যারিয়ারের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন কি না— সেই প্রশ্নের জবাব এতদিন ধরে ঝুলিয়ে রেখেছিলেন তিনি। এবার সেই অনিশ্চয়তার মধ্যে ভেসে উঠেছে আশাব্যঞ্জক এক ইঙ্গিত।

সম্প্রতি বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস আর্জেন্টিনাসহ ২২ দেশের ২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির বাণিজ্যিক ভিডিওতে অংশ নেন আর্জেন্টিনার বর্তমান ও সাবেক ফুটবলাররা। দৃশ্যপটে ছিলেন কোচ লিওনেল স্কালোনি, অবসরপ্রাপ্ত মিডফিল্ডার আনহেল ডি মারিয়া, এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

আরও পড়ুন: হেনস্তার শিকার সব নারী ক্রিকেটারকে মুখ খুলতে বললেন তামিম

ভিডিওটিতে আর্জেন্টাইন ফুটবলাররা একে একে নিজেদের লক্ষ্য ও আকাঙ্ক্ষা প্রকাশ করেন। শেষে কার্ড খেলতে খেলতে এএফএ সভাপতি তাপিয়া বলেন, “আমি চার নম্বর চাই।” তখন সামনে আসেন মেসি, হাতে কার্ড তুলে নিয়ে হাসিমুখে বলেন, “আমিও চাই।”

এই সংক্ষিপ্ত সংলাপ থেকেই আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ধারণা করছে— আসন্ন ২০২৬ বিশ্বকাপে চতুর্থ বিশ্বশিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন মেসি।

আরও পড়ুন: পেসার জাহানারার অভিযোগে বিসিবির পদক্ষেপ, গঠিত তদন্ত কমিটি

এর আগে ফ্লোরিডায় আমেরিকান বিজনেস ফোরামে এক সাক্ষাৎকারে মেসি ২০২৬ বিশ্বকাপ নিয়ে বলেন, আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই বিশ্বকাপ নিয়ে। এটা হতে যাচ্ছে অসাধারণ কিছু। বিশ্বের নানা প্রান্ত থেকে দল আসছে, তাদের মধ্যে বেশ কয়েকটি বড় দলও থাকবে। একজন ফুটবলারের জন্য বিশ্বকাপ জেতার মতো বড় কিছু আর নেই। আমার ক্যারিয়ার এই অর্জনের মধ্য দিয়েই পূর্ণ হয়েছে।”

মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়কে বিশ্বসেরার মানদণ্ড বলে উল্লেখ করেন। তার পরোক্ষ জবাবে মেসি বলেন, বিশ্বকাপের চেয়ে বেশি কিছু নেই। আপনি আর কিছু চাইতে পারেন না। আমি সৌভাগ্যবান যে ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে সব অর্জন করেছি, জাতীয় দলের সঙ্গে কোপা আমেরিকাও জিতেছি। বিশ্বকাপ জয়ের মধ্য দিয়েই সব সম্পূর্ণ হয়েছে।

এদিকে চলতি মাসেই আর্জেন্টিনা তাদের বছরের শেষ ম্যাচ খেলবে। ১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এর আগে তারা স্পেনে অনুশীলন ক্যাম্প করবে। ঘোষিত দলে রয়েছেন মেসিও, তবে ম্যাচে তিনি খেলবেন কি না তা এখনো অনিশ্চিত। বর্তমানে মেসির ক্লাব ইন্টার মায়ামি খেলছে এমএলএসের প্লে-অফে, যেখানে তার মনোযোগই এখন বেশি।