উশুতে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের শিখা
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে আরও একটি পদক যুক্ত হলো বাংলাদেশের ঝুলিতে। উশু নারী ৫৬ কেজি ওজন শ্রেণীতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন শিখা খাতুন। সেমিফাইনালে হারলেও নিয়ম অনুযায়ী দু’জন বিজিত সেমিফাইনালিস্টই ব্রোঞ্জ পান, ফলে নিশ্চিত হয় শিখার পদক।
এদিকে ৬০ কেজি ওজন শ্রেণীতে প্রতিযোগীর সংখ্যা মাত্র ছয় হওয়ায় আলাদা ব্রোঞ্জ নির্ধারণী লড়াইয়ে নামতে হয় সাকি আক্তারকে। তিউনিশিয়ার প্রতিযোগীর বিপক্ষে লড়াইয়ে হারায় তিনি আর পদক জিততে পারেননি। সাধারণত কোনো ইভেন্টে প্রতিযোগী সংখ্যা আটজন হলেই সেমিফাইনালে হারলে ব্রোঞ্জ নিশ্চিত থাকে। কিন্তু কম প্রতিযোগী থাকায় বিশেষ নিয়মে সাকি আক্তারের সম্ভাব্য একটি পদক হাতছাড়া হয়েছে।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র শেষ, কে কোন গ্রুপে খেলবে?
এ পর্যন্ত চলমান গেমসে বাংলাদেশের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে—ভারোত্তোলনে মারজিয়া আক্তারের তিন ব্রোঞ্জ, টেবিল টেনিসের মিশ্র দলে একটি রৌপ্য, এবং উশুতে শিখার ব্রোঞ্জ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই সাফল্যকে বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে।





