আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি

Sadek Ali
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট ও ঢাকার ম্যাচের পর বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় স্টপেজে পা রেখেছে চট্টগ্রাম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজের প্রথম খেলা।

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেটের জন্য টি-টোয়েন্টি বছর ছিল ব্যস্ততম, আর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের মাধ্যমে জাতীয় দল বছরের শেষ টি-টোয়েন্টি মাঠে নামছে। এই সিরিজে লিটন দাসের নেতৃত্বে দল খেলার মাধ্যমে বছরের ২৮তম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজ শেষে বিপিএল অনুষ্ঠিত হবে, এরপর ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা

গত মাসে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হোয়াইট ওয়াশের যন্ত্রণার স্মৃতি এখনও تازা। সেই ভুল শুধরে আবার ফর্মে ফিরতে চাইছে ব্যাটাররা, এমনটাই জানিয়েছেন অধিনায়ক লিটন। জাতীয় দল পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারানোর মতো শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে, এবার লক্ষ্য শুধু জেতা নয়—বিশ্বকাপের আগে কৌশল ও কম্বিনেশন নিখুঁত করা।

বাংলাদেশের প্রতিটি খেলোয়াড় চাইবে শেষ টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে ২০২৫ সালের সমাপ্তি টানা। সিরিজের পরের দুটি ম্যাচ ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে দল নতুন কৌশল প্রয়োগের সঙ্গে নিজেদের ফর্ম যাচাই করবে।

আরও পড়ুন: বিপিএলে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস, নিলাম ৩০ নভেম্বর